মো. শাহাদাৎ হোসেন রাজু
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসা জার্মানির বাংলাদেশ দুতাবাস এর রাষ্ট্রদূত সাবেক সেতু বিভাগের সচিব মো: মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিকে নরসিংদীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জুন) জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান’র সভাপতিত্বে শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী চেম্বার এন্ড কমার্স’র প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও সেক্টর কমান্ডার ফোরাম এর নরসিংদীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান সকল পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো: মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নরসিংদী প্রেস ক্লাব, নরসিংদী সম্পাদক পরিষদ, বাংলাদেশ দলিল লেখক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
দলিল লেখক সমিতির পক্ষ থেকে মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ দলিল লেখক সমিতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূইঁয়া।