খন্দকার শাহ নেওয়াজ
নরসিংদীর রায়পুরায় একটি বিউটি পার্লারের ভেতর থেকে ফারজানা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে আখি বিউটি পার্লারের ভেতর থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা স্বামী লোকমান মিয়া (৪৫) কে আটকে রেখে পরে পুলিশে সোপর্দ করে।
নিহত গৃহবধূ ফারজানা ডৌকারচর ইউনিয়নের পিপিনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূ
ফারজানা বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। ৩ মাস পূর্বে রাজশাহীর ওমর আলীর ছেলে লোকমান মিয়া (৪৫)’র সাথে ডৌকারচর পিপিনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফারজানার বিয়ে হয়। এ দম্পতি ভাড়ায় আখি বিউটি পার্লার নামে একটি দোকান চালাতো। রবিবার রাতেও ফারজানা তার বাবার সাথে মোবাইল ফোনে কথা বলে খবরাখবর নিয়েছিলো। সকালে লোকমানের বাবা ওমর আলী ফারজানার বাবা বিল্লাল মিয়াকে ফোন দিয়ে মেয়ের মৃত্যুর খবর জানান। পরে ঘটনাস্থলে গিয়ে সেলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় নিহতের স্বামী লোকমানকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
ফারজানাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে পাষন্ড স্বামী লোকমান ও তার পরিবারের লোকজন এমনটাই অভিযোগ করেন বিল্লাল মিয়া।
তিনি জানান, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে লোকমান জোড় পূর্বক ফরজানাকে বিয়ে করে। বিয়ের পরে জানতে পারে সে এর আগে আরেকটি বিয়ে করেছে এবং সেই ঘরে তারেএকটি কন্যা সন্তানও রয়েছে।
রায়পুরা থানার উপ পরিদর্শক (এস আই) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে পার্লারের ভিতর ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পাই। পরে তা উদ্বার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত স্বামীকে এলাকাবাসী আটক করে আমাদের হাতে তুলে দেয়।