আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়পুরায় ব‍্যবসায়ী মর্তূজা হত‍্যার বিচার দাবী করে মানববন্ধন

শাহ নেওয়াজ, রায়পুরা

নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ী সাব্বির আহমেদ মর্তুজার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশ্ববর্তী শেরপুর মধ‍্যপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার, আদিয়াবাদ ইউপি সদস্য আবুল কাশেমসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা সাব্বিরের খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় নিহত মর্তুজার মেয়ে জয়া ও ছেলে রাতুলের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠে। তারা কান্নায় ভেঙ্গে পড়ে। তাদের এই কান্না থামানোর বদলে মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই তাদের সাথে স্বর মিলিয়ে কান্না জুড়ে দেয়।

মানববন্ধনের শেষ পর্যায়ে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য গত শুক্রবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এলাকার কয়েকজন চিহ্নিত দুর্বৃত্ত মর্তুজার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে তার আর্ত চিৎকারে ছেলে রাতুল বাড়ি থেকে বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকাস্থ ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হত‍্যার ঘটনায় শনিবার বিকেলে তার স্ত্রী ঝর্না বেগম বাদী হয়ে মানিক, আরমান, মনির ও জাহাঙ্গীর এই চারজনের নাম উল্লেখপূর্বক রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে মানিক নামে একজন আসামীকে গ্রেফতার করে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ