খাসখবর প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগে সাবেক প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের মত উচুমানের নেতারা যুগে যুগে জন্মায় না। উনার মতন নেতা দেশ ও জাতির কল্যান্যে ভাগ্যগূণে কেবল একবারই জন্ম নেয়।’ তিনি সোমবার (৩০ আগস্ট) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে জাতীয় শোক দিবসের এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন ‘আমরা সবকিছু করি এলাকার মানুষের কল্যান ও স্বার্থে। আমার পরিবারের কেউই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়না। আমি এলাকার মানুষের কল্যানে এই যোশর ইউনিয়নেই একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। যোশরেই আমার ৬০ বিঘার আর একটি আছে। স্বপ্ন এখানে নিজের জন্য কিছু একটা করার। কিন্তু এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি ওই জায়গায় শিবপুর তথার নরসিংদীর মানুষের স্বার্থে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবো।’
মরহুম আনোয়ার হোসেন ভূঁইয়া স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্মৃতি সংসদের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভা সাবেক সহ সভাপতি নাসিম আহম্মেদ হিরন। উপজেলার বয়োবৃদ্ধ নেতা মোহাম্মদ আলী, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামসুল আলম মিতু উপজেলা যুবলীগের সভাপতি মাহবুর রহমান তাজুল মোল্লা, সাধারণ সম্পাদক শেখ কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাসিবুর আলম বুলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, যোশর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম প্রমূখ।
আলোচনা সডা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত ও ২১ আগস্ট পল্টনে গ্রেনেট হামলায় নিহতসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।