আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতার মাস্ক ও হ্যান্ড সানিটাইজার বিতরণ

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডির উদ্যোগে মাস্ক ও হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৫ শত হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

সকালে শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শহরের জেলখানা মোড়. কোর্ট রোড, বাসাইল, চিনিশপুরসহ বিভিন্ন সড়কে মাস্কবিহীন চলাচলকারী পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডির নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা বিতরণ কাজে অংশ নেয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আলমগীর কবির, নাইম খান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বোরহান উদ্দিন,তৌহিদ ভুইয়া,মাহাবুব হোসেন নয়ন, সাজুয়াল হোসেন আদর,সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ