আজ ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে নরসিংদী জেলা সমিতি

খাসখবর ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষায় নরসিংদী জেলা থেকে আগত ভর্তিচ্ছুদের সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে নরসিংদী জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভর্তিচ্ছু এবং তাদের অভিভাবকদের সহায়তায়তায় উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে সারা ক্যাম্পাসে বিচরণ করছে সমিতির শিক্ষার্থীরা।

সেখানে নরসিংদী জেলা থেকে আগত ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছুদের পরীক্ষার কেন্দ্র খুঁজে দেয়া, প্রয়োজন বিবেচনা করে দূরবর্তী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে
এছাড়া একাধিক ইউনিটে আবেদনকারীদের মধ্যে যাদের রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানের প্রয়োজন হয়েছে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করেছে তারা৷

নরসিংদীর রায়পুরা থেকে আগত রায়পুরা ১ং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক শরীফ নামের এক অভিভাবক বলেন, “আমি আমার মেয়েকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ এ, ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য দুই দিন আগেই এসেছি। এখানে এসে নরসিংদীর জেলার ছাত্রছাত্রীদের পেলাম। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের বিশ্রামের জায়গা করে দিয়েছে, সকল ধরণের সহযোগিতা করছে, মনে হচ্ছে আমরা যেন নরসিংদীতেই আছি।”

নরসিংদী জেলা সমিতির বর্তমান পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান সামি বলেব,“আমরা নরসিংদী জেলা সমিতি নরসিংদী ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী এবং অভিভাবকদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব।

নরসিংদী জেলা সমিতির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইদুল ইসলাম আকাশ বলেন , ” নরসিংদী থেকে আগত ভর্তিচ্ছুদের জন্য আমরা সব রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।প্রশাসনের নির্দেশ অনুসারে এবার ক্যাম্পাসে বুথ বসা নিষেধ করে দিছে যার ফলে এবার জেলা সমিতির কোন বুথ নেই। কিন্তু সারা ক্যাম্পাসে নরসিংদী জেলা সমিতির ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে।অভিভাবক ও পরীক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করার জন্যে গঠন করি ‘কুইক রেসপন্স টিম’ যাদের কাজ ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করা।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ