হারুনূর রশিদ
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে
উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তব্য দেন নরসিংদী জেলা কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুয়েল ভৌমিক, কোষাধ্যক্ষ মোমেন মিয়া, উপজেলা স্বাস্থ্য সহকারী কামরুন নাহার, আবুল কালাম, তাজিন ইসলাম ও স্বাস্থ্য পরিদর্শক মো. নোমান মিয়া প্রমুখ।
বক্তারা আরও বলেন, “দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। কিন্তু দীর্ঘদিনের ন্যায্য দাবি চাকরি জাতীয়করণ, পদমর্যাদা উন্নয়ন ও বেতন কাঠামো সংস্কারের কোনো সমাধান এখনো হয়নি। ছয়দফা দাবি আদায়ে নানান কর্মসূচি পালন করে আসছি। উর্ধতন কর্তাব্যক্তিদের আশ্বাস প্রতিফলন নেই।”
তারা আরও জানান, আমাদের যৌক্তিক দাবী গুলো হলো নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি প্রদান। পরদিন (২৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান। কিন্তু কেন্দ্রীয় ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস না মেলায় ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
এ কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ের সব ধরনের নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,“দ্রুত দাবি মেনে নেওয়া না হলে, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”