শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে সাহিত্য ম্যাগাজিন ‘সময়ের খেয়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন করা হয়
সময়ের খেয়া পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুদ্দীন দরজীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মো. আলমগীর, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রভাষক শামীম মৃধা, ‘সময়ের খেয়া;র সম্পাদক, কবি, লেখক ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচান, সহকারী সম্পাদক ও সাহিত্যের সন্ধানে’র প্রতিষ্ঠাতা কবি ছড়াকার আসাদ সরকার, ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান এবং নির্বাহী সম্পাদক রবিউল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মো. কবির হোসেন।