আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত হাবিবুল্লা বাহারের মৃত্যুবার্ষিকী পালিত

মাজহারুল ইসলাম রাসেল

নরসিংদীতে সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধের গেরিলা বাহিনীর কমান্ডার, প্রথিতযশা সাংবাদিক প্রয়াত হাবিবুল্লা বাহারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় হাবিবুল্লা বাহার স্মৃতিসংসদের উদ‍্যোগে জেলা শহরের বিলাসদী নরসিংদীর খবর  পত্রিকার কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি অধ‍্যাপক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ‍্যাপক গোলাম মুস্তফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা, সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার সম্পাদক সেতারা বেগম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল ইসলাম সোহেল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল শিকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউদ্দিন খন্দকার, কবি ও ছড়াকার মহসিন শিকদার, দৈনিক অধিকার পলাশ উপজেলা প্রতিনিধি নাসিম আজাদ,  সাংবাদিক মোঃ রাজিব আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সংবাদকর্মীগণ।

এসময় বক্তারা প্রয়াত হাবিবুল্লা বাহারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখপূর্বক স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক হাবিবুল্লা বাহারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ