১০ পেরিয়ে ১১ এ ‘নরসিংদীর খাসখবর ।
আজ থেকে ১১ বছর আগে এক শুভ মূহুর্তে ‘নরসিংদীর খাসখবর’ পত্রিকাটি যাত্রা শুরু করে। সেভাবে কোনও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেনি পত্রিকাটি। দেখতে দেখতে ১০ বছর পার করে ১১ এ পা রেখেছে ‘নরসিংদীর খাসখবর’ পত্রিকাটি। নরসিংদী জেলার অনেক ঘটনাবলীর সাক্ষী এই পত্রিকাটি। অনেক দুর্যোগ মুহূর্ত প্রতিকুলতা পেরিয়ে অত্যন্ত সফলতার সাথে ১০ বছর পার করেছি ‘নরসিংদীর খাসখবর’ পত্রিকা।
যাত্রা শুরুর প্রথম দিন থেকে প্রশংসা, সমালোচনা সবকিছুর মধ্যে দিয়ে নরসিংদীর খাসখবর’ নিজেকে পরিণত করেছে, প্রতিনিয়ত শিখেই চলেছে। কিন্তু এইসব কিছুর থেকেও বড় প্রাপ্তি অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস ও ভরসা। স্ট্যাটিসটিক্স অনুযায়ী, এই ১০ বছরে ‘নরসিংদীর খাসখবর’ পাঠক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। শুধু শুধু নরসিংদী জেলায়ই নয় দেশের বিভিন্ন জেলা সহ দেশ-বিদেশের মানুষ ‘নরসিংদীর খাসখবর’ পড়ছেন। এটুকুই ‘নরসিংদীর খাসখবর’ পরম পাওয়া। যাঁদের কলমে ‘নরসিংদীর খাসখবর’ সমৃদ্ধ হয়েছে তাঁদের প্রতি ‘ নরসিংদীর খাসখবর’ চিরকৃতজ্ঞ।
যে সকল পাঠকেরা, ‘নরসিংদীর খাসখবর’ নিরন্তর ভালোবেসে গিয়েছেন, পাশে থেকেছেন তাঁদের প্রতি রইল অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা। ‘নরসিংদীর খাসখবর’কে ভালোবেসে কলম ধরেছেন এমন কয়েকজনকে ‘নরসিংদীর খাসখবর’ চিরতরে হারিয়েছে, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ‘নরসিংদীর খাসখবর’ তার ১০ম বর্ষপূর্তিতে।
আজ নতুন উদ্যমে, আরও অনেক বেশি মননশীল ও দৃষ্টিনন্দন ‘নরসিংদীর খাসখবর’র বর্ষপূর্তি সংখ্যা জুলাই ২০২৩ প্রকাশিত হল। এই সংখ্যায় ‘নরসিংদীর খাসখবর’ এমন কয়েক সংবাদ উপস্থাপন করা হয়েছে যা নরসিংদীর পাঠক সমাজের মনের খোরাক যোগাবে বলে আমরা বিশ্বাস করি। এতদিন ধরে যাঁরা পাশে ছিলেন, ভালোবেসে এসেছেন তাঁরা এভাবেই পাশে থাকুন, সৃজনে থাকুন এই প্রার্থনাই করে ‘নরসিংদীর খাসখবর’ ।