আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লেডিস ক্লাবের সহায়তায় দোকানঘর পেলেন হাজীপুরের এক প্রতিবন্ধী নারী

খাসখবর প্রতিবেদক

অসহায়, প্রতিবন্ধী, দুঃস্থ ও স্বামী পরিত্যক্তা মহিলা পুনর্বাসন লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে নরসিংদী লেডিস ক্লাব।
এরই অংশ হিসেবে রবিবার (৩০ অক্টোবর) নরসিংদীর হাজীপুরে আয়েশা আক্তার নামে এক শারীরিক প্রতিবন্ধীর কাছে পণ্যসহ দোকানঘর হস্তান্তর করেন ক্লাবের সদস‍্যরা।

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বেঙ্গল এলাকার ওই প্রতিবন্ধীর নারীর দোকান ঘরের শুভ উদ্বোধন ও চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অনুষ্ঠানেরর প্রধান অতিথি নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি রিফাত আখতার।

এসময় শারীরিক প্রতিবন্ধী আয়েশা আক্তারের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন তিনি। আয়েশা আক্তার আগে শহরের বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

নরসিংদী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী লেডিস ক্লাবের সহ সভাপতি মানসুরা আক্তার, সাধারণ সম্পাদক তামান্না আফরিন, সদস্য তাসমিয়া আমরিন ও হাজীপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি রিফাত আক্তার বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষদের খুঁজে খুঁজে সামর্থ্য অনুযায়ী স্বাবলম্বী করতে সংগঠনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ