আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরায় আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদী জেলা পরিষদের পক্ষ থেকে রায়পুরা উপজেলার ৭১ জন সুবিধা বঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সোমবার(১২ ফেব্রুয়ারী)বিকেলে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী ও ৭ম বারের বিজয়ী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাংসদের সহধর্মিণী কল্পনা রাজিউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানমসহ উপজেলার চেয়ারম্যানবৃন্দ। এ ছাড়াও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ