আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরায় গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১

 

ফলোআপ নিউজ

মনিরুজ্জামান, নরসিংদীঃ

নরসিংদীর রায়পুরায় যৌতুকের টাকা দিতে না পারায় গৃহবধূ আফসানা আফসার (২৮) হত্যা মামলায় এজাহারভুক্ত ৯ নং আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) দিবাগত ভোর রাতে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রিজন মিয়া (৪০) বাদুয়ারচর কান্দাপাড়া এলাকার লাল ভূঁইয়ার ছেলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গৃহবধূ আফসানা আফসার হত্যা মামলার অন্যতম আসামি নিহতের স্বামী পলাতক হযরত আলী (৩৮) ও সহোদর ভাই কবির হোসেন মালয়েশিয়া থেকে বার বার ফোন করে একেক সময় একেক রকম তথ্য দিয়ে মামলার বাদীকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদি হাসনাহেনা বেবি ।
ভুক্তভোগীরা জানান ফোন দিয়ে তার সন্তানদের জন্য ব্যাংকে দশ লাখ টাকা ডিপোজিট করে রাখতে চাচা কবির।
এর পরক্ষনেই সে ফোন করে জানায় সে একা এ হত্যাকাণ্ড ঘটায়নি । সে নলবাটা ও করিমগঞ্জের রাজনীতির শিকার হয়েছেন। সে তার স্ত্রীকে হত্যা করার পর দু’জনের
সহযোগিতায় টিকেট কেটে দিয়ে রাতেই দেশ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
আগামী সোমবার দেশে ফিরে এসে আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করবে বলে জানায়। আসামীর ছোট ভাই কবির ফোনে তার ই কাকা ইদ্রিস আলীর জড়িত থাকার কথা ব্যাক্ত করেন।
উল্লেখ্য গত বুধবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায়
স্বামী হযরত আলী নৃশংসভাবে গলাকেটে তার স্ত্রী আফসানা আফসারকে হত্যা করে তিন শিশু বাচ্চাকে বাড়ির নিচে রেখে মালয়েশিয়া চলে যায়।বাড়ির অন্য সদস্যরা নিহতের তিন শিশু বাচ্চাকে খোলা আকাশের নিচে রেখে পালিয়ে যান।
পরদিন বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে নিহতের মা হাসনা হেনা বেবি বাদী হয়ে নিহতের ঘাতক স্বামীসহ নয়জনের নাম উল্লেখ পূর্বক ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত ভোরে মামলার এজাহারভুক্ত নয় নং আসামি রিজন মিয়া ওরফে রিজন ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার এজাহারভুক্ত নয় নং আসামি রিজন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ও জানান তিনি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ