রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা হেলেনা বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে ওই বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এস এম তাজুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো আল আমিন ভূইয়া মাসুদ, ছাত্রলীগ নেতা পরাগ হোসাইন প্রমূখ।
চেয়ারম্যান মো আল আমিন ভূইয়া মাসুদ জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেলেনা বেগম দীর্ঘ ৪০ বছর যাবৎ একই প্রতিষ্ঠানে দক্ষতার পাশাপাশি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে আজ এই প্রতিষ্ঠান থেকে অবসর জনিত কারণে বিদায় দিতে হলো। তাকে সম্মান জানাতে সংবর্ধনা প্রদান করা হয়।