বেলাব প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে জাতীয়পার্টির (জাপা) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর নতুন বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
বিন্নাবাইদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া।
ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকির। জাতীয় পার্টির বেলাব উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,মনোহদী উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার বাবুল, বেলাব উপজেলা যুব সংহতির সদস্য সচীব নাদিম ইমরান, জাতীয় ছাত্র সমাজ নরসিংদী জেলার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম স্বপনসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নেওয়াজ আলী ভূঁইয়া বলেন, রাজনীতির উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। জাতীয় পার্টি মানুষের সেবার রাজনীতি করে। মানুষের সেবা করতে আমি রাজনীতিতে এসেছি।