মো. মাছুম ভূঁইয়া
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বেলাবতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকাল ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাবেক কমান্ডার ও বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি,নরসিংদী জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ,মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সকল শ্রেণী পেশার লোকজন প্রমুখ।