খাসখবর প্রতিবেদক
নরসিংদীর পলাশে ধাক্কায় ইমরুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কের কো-অপারেটিভ জুট মিলস এলাকায় কাদির মোল্লা সিটি কলেজ বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল হক কুমিল্লার দাউদকান্দির তালতলা গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটে প্লান্ট অপারেটরের হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করে পরে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ইমরুল হক ঘোড়াশাল পৌরসভা থেকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে ফিরছিলেন। মোটরসাইকেলটি ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কের কো-অপারেটিভ জুটমিল এলাকায় পৌঁছালে পেছন থেকে নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের একটি শিক্ষার্থীবাহী দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ইমরুল হক ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক বাস ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।