আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌকার বিজয়ে আশরাফ সরকারের নেতৃত্বে বিজয় মিছিল

খাসখবর প্রতিবেদক

নরসিংদী সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নরসিংদী সদর থানা আওয়ামী লীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল বের করা হয়েছে। শহর যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার এর নেতৃত্বে রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এ বিজয় মিছিল বের করা হয়।

নরসিংদী শহরস্থ দওপাড়া ঈদগাঁ ময়দানে জমায়েত হয়ে কয়েক হাজার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে বিজয় মিছিলটি শেষ হয়।

এসময় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, সদর থানা তাঁতী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, শহর তাঁতী লীগের আহবায়ক হিরু সরকার, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি ইসমাঈল মাস্টার, নজরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাহাউদ্দীন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা আলী সরকারসহ স্হায়ী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ