মানাবেন্ড রায়
নরসিংদী জেলা আওয়ামী লীগের :ত্রি-বার্ষিক সম্মেলন সদ্য বিলুপ্ত ঘোষণা দেওয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেনকে সভাপতি
ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে সাাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করে নবগঠিত আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন সভাপতিমন্ডলির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি।
সদ্য বিলুপ্ত হওয়া নরসিংদী জেলা আওয়ামীলীগের মূল কমিটির সভাপতি নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া দ্বন্দ্বে জড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে দলটি। পৃথকভাবে পালন করা হয় দলীয় বিভিন্ন কর্মসূচী। এরই জেরে ২০২০ সালের নভেম্বরে তাদের দুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে সহসভাপতি জিএম তালেব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগ।
সর্বশেষ ২০১৫ সালের ১৪ জানুয়ারি নরসিংদী জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে লে. কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু সভাপতি ও আব্দুল মতিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তিন বছর মেয়াদী কমিটি করা হলেও তা গড়ায় সাড়ে ৭ বছরের অধিক সময়।
এর আগে প্রায় সাড়ে ৭ বছর পর অনুষ্ঠিত নরসিংদী জেলা আওয়ামী লীগের এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলির সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দলকে গঠনমূলক বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এছাড়াও সম্মেলন স্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য এড. কামরুল ইসলাম এমপি, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু এমপি, শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এভ. মৃণাল কান্তি দাস এমপি।
এসময় সম্মেলনস্থলে উপস্থিত থেকে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এড. এবি এম রিয়াজুল কবীর কাউসার, নরসিংদী জেলা আ’লীগের সাবেক সভাপতি লে. কর্ণেল (অব:) মো. নজরুল ইসলাম হিরু বীরপ্রতিক এমপি, নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী প্রমূখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে জেলাল বিভিন্ন এলাকা থেকে আসা কাউন্সিলর ও ডেলিকেটেডদের উপস্থিতিতে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনের শেষ পর্যায়ে জিএম তালেব হোসেনকে সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন ড. আব্দুর রাজ্জাক।
নরসিংদী জেলা আওয়ামীলীগের সম্মেলনকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গত কয়েকদিন ধরে কাজ করে গেছেন।