আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর নবাগত পুলিশ সুপারের সাথে এনএসপি’র নেতৃবৃন্দের মতবিনিময়

বিলাল হোসেন খান

নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম’র সাথে মতবিনিময় ও সৌজন‍্য সাক্ষাৎ করেছে জেলার প্রকাশিত বিভিন্ন পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের সংগঠণ নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপি)’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১ এনএসপি’র সভাপতি হারুণ অর রশিদ ও সাধারণ সম্পাদক এম এ আউয়াল’র নেতৃত্বে সংগঠণের কার্য নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ সদস‍্যরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সৌজন‍্য স্বাক্ষাৎ করেন।

সৌজন‍্য সাক্ষাতকালে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন এনএসপি’র উপদেষ্টা পরিষদের সদস‍্য সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রধান সম্পাদক অধ্যক্ষ মো. সেখ সাদী, বাবুরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম) ও দৈনিক উত্তাপ পত্রিকার সম্পাদক এড. লিয়াকত হোসেন।
কার্য নির্বাহী পরিষদ
সহ-সভাপতি সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক একে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হোসেন আলী এবং কার্যনির্বাহী সদস্য দৈনিক গ্রামীণ দপর্ণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আনোয়ার কামাল, দৈনিক সমসংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হামিদুল হক আহাদ ও সাপ্তাহিক অতিক্রম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফরোজা আহমেদ।

এছাড়াও সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চোখের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নুরুল ইসলাম, নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কবির হোসেন, নরসিংদীর জনপদ সম্পাদক ও প্রকাশক সালমা সুলতানা প্রমূখ।
মতবিনিময় কালে নরসিংদী জেলায় সদ‍্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম জেলা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্ণিবান চৌধুরীসহ জেলা পুলিশের অন‍্যান‍্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এনএসপি’র সভাপতি হারুণ অর রশিদ সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নরসিংদী-১ (সদর) আসনে পর পর চারবার নির্বাচিত প্রয়াত সাংসদ সামসুদ্দিন আহমেদ এছাকের লেখা দুটি বই নবাগত পুলিশ সুপারের হাতে তুলে দেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ