খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে সদ্য যোগদানকারী জেলা ও দায়রা জজকে বরণ করে নিলেন আইনজীবী সমিতি। সোমবার ( ১৬ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতিতে এ উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবী সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকারী সিনিয়র জেলা ও দায়রা জজ মাহবুবার রহমান সরকারকে সংবর্ধিত করার মধ্য দিয়ে তাকে বরণ করে নেন জেলার আইনজীবীরা।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের জেলা জজ বেগম মেহেরুন্নেসা,, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১, শামীমা পারভীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ ইফাত মোবিনা ইউসুফ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আনহু ইলিয়াস।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীগণ।