আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেনে কাটা পড়ে ২জন নিহত

মাজহারুল ইসলাম রাসেল

নরসিংদীতে পৃথক দু’টি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব‍্যক্তি নিহত হয়েছে। রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক যুবক ও পলাশে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৃথক দুটি স্থান থেকে দুই ঘণ্টার মধ্যে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত দু’জনের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

রায়পুরার মেথিকান্দায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের আনুমানিক বয়স ২৫। অন্যদিকে পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৭।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে গতকাল রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই সময়ের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা য়ে কোনো একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। এতে তার মাথা থেঁতলে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি রেললাইন ধরে চলাচলের সময় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মোস্তফার মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

অপর ঘটনাটি ঘটে রায়পুরার মেথিকান্দা স্টেশনের অদূরে। বেলা সাড়ে ১১টা দিকে ঢাকাগামী তুনানিশিতা এক্সপেস ট্রেনের নিচে এক যুবক কাটা পড়ে। এতে তার দুই পা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই পা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে নিহত হয় অজ্ঞাত এক যুবক ও পলাশে ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে নিহত অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছি আমরা। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ