আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রাম রক্ষা বাঁধে ভাঙ্গন; আতংকে এলাকাবাসী

একে এম রেজাউল করিম

নরসিংদীর মেঘনা নদীর ঢেউয়ের তালে গ্রাম রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। গত রবিবার (১৯ জুন) বিকেল থেকে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসূলপুরে গ্রাম রক্ষা বাঁধে এই ভাঙন শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মেঘনা নদীর প্রবল ঢেউয়ে আরম্ভ হয় ভাঙ্গন। রাতে অন্তত ৫০ গজ জায়গা জুড়ে থাকা ব্লক নদীতে বিলীন হয়ে যায়। মেঘনার ঢেউয়ে বাঁধে ভাঙ্ন দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।
খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড বাধের ভাঙন রোধে রবিবার রাত থেকে বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে মেঘনা নদীতে অতিমাত্রায় পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি বাড়ার সাথে সাথে ঢেউয়ে চাপ ও বেড়ে গেছে। প্রবল ঢেউয়ের চোটে বাঁধে ভাঙ্ন শুরু হয়। এতে রসূলপুর গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার বাড়িঘর , গাছপালা ও গবাদিপশু নিয়ে আতংকে মধ‍্যে রয়েছেন।

এই ব‍্যাপারে নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, বাধের ৪৫ মিটার অংশ ভেঙেছে। ইতোমধ‍্যে বালির বস্তা ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জিও ব‍্যাগ ডাম্পিং করে সেনাবাহিনীর মাধ‍্যমে সংস্কার কাজ চলছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ