হাফিজুর রহমান
নরসিংদীতে কাইয়ুম মিয়া (৩৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ । সোমবার ( ৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভুইয়ূম গ্রাম থেকে গলাকাটা অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ভূইয়ূম গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ ওরফে রহু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বেশ কিছুদিন আগে দেশে ফিরেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , গতরাতে ওয়াজ মাহফিলে যাবে বলে বাড়ী থেকে বের হয়ে যায় নিহত কাইয়ুম মিয়া ওই রাতে বাড়ী না ফেরায় সকালে তার স্বজনরা তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আমদিয়া ইউনিয়নের ভুইয়ূম গ্রামে মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার বাড়ীর পাশে খোলা মাঠে তার মরদেহটি পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলাকাটা অবস্থায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে । এলাকাবাসীর ধারণা ওয়াজ থেকে ফেরার পথে দূর্বৃত্তদের হাতে খুন হয়ে থাকতে পারে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , গতকাল গভীর রাতে কে/কারা এই হত্যাকান্ডটি ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। মাধবদী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।