খাসখবর প্রতিবেদক
নরসিংদীর বড় বাজারে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে দুটি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অস্ত্র ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
নরসিংদী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসে সেলিম জানান, হাড়িধোয়া নদীর তীরে নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পের ফাঁড়িতে রাত দেড়টার দিকে একদল ছিনতাইকারী ডিউটিরত চারজন আনসার সদস্যদের উপর অতর্কিতভাবে আক্রমন চালিয়ে দুটি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।
নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ঘটনার পর নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া জানান, এব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চলছে।