নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক মাখন দাস। তিনি পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন এছাড়াও তিনি ইতোপূর্বে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাালন করে ছিলেন।।
নরসিংদীর জেলা পরিষদের সভাপতি অনিল ঘোষের মৃত্যুতে এই পদটি শূন্য হয় তাই এই শূন্য পদে মাখন দাস কে দায়িত্ব দেওয়া হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব তার ওপর নেস্ত করা হয।
পত্রের মাধ্যমে জানানো হয়, সম্প্রতি নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি অনিল চন্দ্র ঘোষের প্রয়ানে পদটি শুন্য হয়। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত মাখন দাস জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সকল নিয়ম-কানুন মেনে চলার নির্দেশনার পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধও জানানো হয়।