আজ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ৩ দিনের আন্তঃস্কুল অ্যাথলেটিক প্রতিযোগিতা সমাপ্ত

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে শুরু হওয়া ৩ দিনব‍্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের মধ‍্যদিয়ে ৩ দিনে এই কর্মযজ্ঞের সমাপ্ত হয়।

সমাপনী দিনে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুল ও মাদরাসার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র, প্রমুখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ