বিল্লাল হোসেন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ‘এরশাদের জাতীয় পার্টি, একটি কুলাঙ্গার সংগঠন’ বলে মন্তব্য করে বলেছেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসনের ১৬ বছরের সকল অপকর্মের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখে ছিল।বারবার সমর্থন দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সহযোগিতা করেছে তারা।’ বুধবার (৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিশ্বের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪টি আসনে জয়ের ইতিহাস নাই। শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সেটাই করেছিল। ভারত থেকে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিল। ২০১৪ এবং ১৮ সালে তারা নির্বাচনে গিয়েছিল এবং আমাদেরকে দুই মাস আগে জেলে পাঠিয়ে ছিল।
খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের কারণে বিগত সময়ে আমরা কোন মিটিং মিছিল করতে পারিনি। শেখ হাসিনা সরকার শুধুমাত্র বাক স্বাধীনতা কেড়ে নেয়নি দেশের মানুষের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের নামে নির্বাচন নির্বাচন খেলা নাটক মঞ্চস্থ করেছে । তাদের আইওয়াশ করানোর জন্য ডামি প্রার্থীর মাধ্যমে নির্বাচন দিয়ে
জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি।
তিনি বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য বসে আছে কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। অন্তর্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, সংস্কার শেষ করে নির্বাচনের দিন-তারিখ করা হউক। যদি সংস্কার ইস্যূতে নির্বাচন দীর্ঘায়িত করা হয় জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে। আওয়ামীলীগের প্রেতাত্মারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায় সেই সুযোগ তাদেরকে আর দেওয়া হবেনা। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে। তাই পিছনের দরজা নয় জনগণের ম্যানডেট নিয়েই ক্ষমতায় আসবে বিএনপি।
হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন. জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।