খাসখবর প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে উপজেলার উপজেলার মজলিশপুরে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মজলিশপুর যুবসমাজের উদ্যোগে ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনর রশীদ খান।
উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান’র সার্বিক পরিচালনায় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসীন নাজির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইঁয়া রাখিল।
প্রতিযোগিতায় তিনটি বিভাগে বিভক্ত করে প্রতিযোগিরা মোট নয়টি দৌড়ে অংশ নেয় । প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন,
ছোটদল: প্রথম স্থান অধিকার করেছেন বড়দিয়া’র মিলন ব্যাপারি, দ্বিতীয় স্থান অধিকার করেছেন একদুরিয়া’র শফিকুল এবং তৃতীয় হয়েছেন বড়চাপা’র আব্দুল বাতেন।
মাঝারি দল: প্রথম স্থান অধিকার করেছেন বড়চাপা’র জামান, দ্বিতীয় হয়েছেন
পাকুন্দিয়া’র সবুজ বাংলা এবং তৃতীয় স্থান অধিকার
করেছেন মোহরপাড়া’র শামসুল হক।
বড় দল: প্রথম স্থান অধিকার করেছেন পাকুন্দিয়া’র সবুজ বাংলা, দ্বিতীয় হয়েছেন
কিশোরগঞ্জ’র জব্বার এবং তৃতীয় হয়েছেন কটিয়াদী’র
হৃদয় বাংলা।
পরে প্রতিযোগিয় বিজয়ীদের হাতে পুরস্কার অনুষ্ঠানের আগত অতিথিরা।