রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৩০আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর আনন্দবাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেএলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, বালু ব্যবসায়ীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙনের কবলে পড়েছে শ্রীনগর ইউনিয়নের পলাশতলী, গোপিনাথপুর, ফকিরাচর, চরসুবুদ্ধি ইউনিয়নের মহেশবের, বল্লবপুর, আশারামপুর, চরমধুয়া ইউনিয়নের চরমধুয়া গ্রামসহ বিস্তীর্ণ জনপথ। ভাঙনের কবলে বসত বাড়ীসহ জায়গা-জমি হারিয়েছেন এসব গ্রামের অন্তত ৫০টি পরিবার।
বক্তারা আরও বলেন, উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সাথে জড়িত একাধিক সংঘবদ্ধ চক্র। মেঘনা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন তারা । এতে নদী তীরবর্তী বেশকিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। মেঘনা নদীতে অবৈধভাবে বালু েউত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম চঞ্চল, সুলাইমান সরকার, মামুন মিয়া, আরিফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোমেন মিয়া, রায়পুরা সরকারি কলেজের শিক্ষার্থী নূরে আলম প্রমুখ।