আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরায় ২৫ জন মহিলা কোরআনে হাফেজাকে সংবর্ধনা

 

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ দক্ষিণপাড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ২০ বছর পূতি উপলক্ষে এক আলোচনা সভা ও মহিলা কোরআনে হাফেজাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি ) মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে উক্ত কোরআনের হাফেজদের এ সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত ৩ জন মহিলা হাফেজাকে সম্মাননা বোরকা প্রদান করা হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা  কুতুব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম আপেল, আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া, মাদ্রাসা পরিচালক কমিটির সদস্য মামুন ও মোয়াজ্জেম মিয়া প্রমূখ।

মাদ্রাসার মোতাওয়ালী জানান, ২০০৫ সালে আদিয়াবাদ দক্ষিণ পাড়ার নিবাসী বতর্মানে আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন স্থানীয় মহিলা ও এতিমদের দ্বীনের আলো শিক্ষা দেওয়ার লক্ষ্যে তার নিজ বাড়ীতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বতর্মানে মাদ্রাসাটিতে ২৮০ জন মহিলা ও এতিম শিক্ষার্থী রয়েছেন। বিগত ২০ বছরে উক্ত মাদ্রাসা থেকে ২৫ জন মহিলা হাফেজা হয়েছেন। এরই ধারাবাহিকতায় এ বছর ৩ জন হাফেজাকে সম্মাননা বোরকা প্রদান করা হয়।

আনুষ্ঠানিক ভাবে হাফেজাদের সম্মাননা বোরকা প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন।

এ সময় তিনি বলেন, ১৯৬৫-৬৬ সালের শিক্ষা বর্ষে আমি মাত্র ৮০ টাকার জন‍্য এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারিনি। অনেক ঘাতপ্রতিঘাত পেরিয়ে আমাকে শিক্ষা লাভ করতে হয়েছে। আজ আমি এবং আমার পরিবার সবাই প্রতিষ্ঠিত। আমার অতিতের দূর অবস্থার চিন্তা ধারণা থেকে এলাকার শিক্ষা বঞ্চিত মহিলাদের দ্বীনের আলোর শিক্ষা দেওয়ার জন‍্য এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ