আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিন্নধর্মীয় আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করলেন সাবেক যুবলীগ নেতা আশরাফ সরকার

মাজহারুল ইসলাম রাসেল

নরসিংদীতে শহর যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকারের এক ব‍্ভিন্নধর্মীয় আয়োজনের মধ‍্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)  সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে নরসিংদী শহরস্থ শেরেবাংলা ক্লাব মাঠে কয়েক শ’ এতিম ও পথ শিশুদের উপস্থিতিতে ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।

আশরাফ সরকার এতিম ও পথ শিশুদেরকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের ৫০ পাউন্ডের এক বিশাল আকৃতির  কেক কাটেন। তিনি নিজ হাতে শিশুদের মুখে কেক তুলে দেন এবং প্রত্যেক শিশু হাতে রান্না করা প্যাকেটজাতকৃত খাবার বিতরণ করেন।

এসময় এতিম ও পথ শিশুদেরা এই ব্যতিক্রম জমকালো অনুষ্ঠানে শরিক হতে পেরে আনন্দে ফেটে পড়েন।

এর আগে দেশরত্ন জননেত্রী  শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, বাংলাদেশ পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সবুজ আলী, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাঈল হোসেন মাষ্টার, শহর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আশিকুর রহমান, শহর তাঁতীলীগের আহবায়ক হিরু সরকার, সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, নজরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাহাউদ্দীন সরকার, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা আলী সরকার, মুরাদ হোসেন নিছারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন দারুল উলুম দত্ত পাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আসাদুজ্জামান আসাদ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ