খাসখবর প্রতিবেদক
নরসিংদীর মাধবদী থানা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) ক্লাবের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেঘনা নদীতে দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার নৌঘাট থেকে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্যদিয়ে নৌ ভ্রমনের যাত্রা শুরু করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাধবদী থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক অধিকার নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির।
মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আল-আমিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ নরসিংদী প্রতিনিধি খন্দকার শাহিন’র সঞ্চালনায় প্রধান অতিথি আল-আমিন সরকার বিভিন্ন সাংগঠনিক আলোচনা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
আলোচনা শেষে বিভিন্ন কৌতুক ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার সময় নৌকা তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে। দুপুরের খাবারের পর সংগঠনের সোনারগাঁ জাদুঘর ও পানামা নগরের প্রাচীন স্থাপত্য শিল্পের মনোমুগ্ধকর কারুকাজ অবলোকন শেষে বিকেল সাড়ে পাঁচটায় ফেরার পালা শুরু হয়।
বিকেলের স্নিগ্ধ সমীরণ ও সূর্যের আলো নদীর টলমল পানিতে পড়ে এক মনোমুগ্ধকর অপরূপ দৃশ্যের অবতারণা করে। স্নিগ্ধ শীতল বাতাস, নদীর তীরবর্তী বাড়িঘর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে কখন যে নৌকা মেঘনা বাজার ঘাটে এসে নোঙর ফেলেছে তা কেউ বুঝতেই পারেনি। নৌকা ভ্রমণটি সত্যিকার অর্থেই অনেক আনন্দ ও উপভোগ্য ছিল। শহরের কোলাহল ছেড়ে ঐতিহাসিক স্থান দর্শন, নদী ও প্রকৃতির সাথে সময় কাটানোর এ সুন্দর মুহূর্তটুকু প্রত্যেকের স্মৃতিপটে দীর্ঘদিন জমা থাকবে।
এসময় মাধবদী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিটিভির সাঙ্কেতিক সংবাদ উপস্থাপক আরিফুল ইসলাম, দৈনিক জবাবদিহি পত্রিকার মাধবদী প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির মাধবদী প্রতিনিধি নূরে আলম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, চিত্রকন্ঠ ডটকমের প্রতিষ্ঠাতা ও সম্সাদক আহসান হাবীব রোমান, দপ্তর সম্পাদক ও নরসিংদী প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নরসিংদীর আওয়াজ’র প্রতিষ্ঠাতা ও সম্সাদক আব্দুল কুদ্দুস, কার্য নির্বাহী সদস্য মেহবুব ইয়াসিন সৃজন, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার সহযোগী সম্পাদক আঃ হান্নান মানিক, সাপ্তাহিক নরসিংদীর সংবাদ পত্রিকার মাধবদী প্রতিনিধি মোক্তার হোসেন, চ্যানেল সিক্স এর নরসিংদী প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম,আরিফ হোসেন, মাসুদ ও আবু হানিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।