আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাশে নারী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর পলাশের বিধবা দেলোয়ারা বেগম (৬০)’র হত্যার রহস্যে উদঘাটন করেছে জেলা পুলিশ। রবিবার (৩১ মার্চ) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত মঞ্জুরুল ইসলাম হৃদয় (২২) নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার হেফজতে থাকা হত্যাকান্ডে ব্যবহৃত একটি বটি, লুণ্ঠিত একটি মোবাইল ফোন, লুষ্ঠিত ১ জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল এবং হত্যাকান্ডের সময় আসামীর পরনে থাকা একটি ট্রাউজার ও একটি জামা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম হৃদয় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর পশ্চিমপাড়া গ্রামের মাইন উদ্দিন মিয়ার ছেলে।

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পলাশ উপজেলার চরনগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের বিধবা স্ত্রী দেলোয়ারা বেগমকে কে বা কারা বাড়ীতে ঢুকে তার শয়ন কক্ষে জবাই করে হত্যা করে। এ ঘটনায় শনিবার (৩০ মার্চ) পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম এর নির্দেশে তদন্তে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করে। এসময় তার হেফজত থাকা হত্যাকান্ডে ব্যবহৃত একটি বটি, লুণ্ঠিত একটি মোবাইল ফোন, লুষ্ঠিত ১ জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল এবং হত্যাকান্ডের সময় আসামীর পরনে থাকা একটি ট্রাউজার ও একটি শার্ট উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সুপার জানান।

সাংবাদিক সম্মেলনের পর পর গ্রেফতারকৃত হৃদয়কে আদালতে প্রেরণ করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ