আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে ফাইজুল মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পুকুরে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।

নিহত কিশোর ফাইজুল মিয়া শিবপুরের ভরতেরকান্দি এলাকার হোসেন মোল্লার ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন তার পিতা হোসেন মোল্লা।

কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা জানায়, সকালে কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ের পূর্ব পাশে ওই কিশোরের মরদেহটি ভাসতে দেখে শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শনিবার দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষ। তবে নিহত কিশোর কলেজের শিক্ষার্থী নয় বলে কলেজ কর্তৃপক্ষ জানায়।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ