আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর ৫ টি সংসদীয় আসনের ৪টিতে নৌকা ১টিতে স্বতন্ত্র

শাহাদাত হোসেন

নরসিংদী, জানু ৭ (বাসস) :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ বেসরকারী হিসেবে নরসিংদীর ৫ টি সংসদীয় আসনের মধ্যে একটিতে স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকী ৪ টিতে চলছে নৌকার জয়গান। রবিবার (৭ জানুয়ারি) রাত ১০ টার পর নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নরসিংদী-১ (সদর) আসনে মোট এক লাখ ৪৮ হাজার ৫৩৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ২ হাজার ৮২৫ টি ভোট বাতিল বলে গণ্য হয়। নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ৮৮ হাজার ১৮৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ৩২ হাজার ৬২৪ ভোট কম পেয়ে মো. কামরুজ্জামান ঈগল প্রতীক নিয়ে পরাজিত হন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৫ হাজার ৫৫৯ ভোট।

নরসিংদী ২ (পলাশ ও সদরের ৩টি ইউনিয়ন) আসনে মোট ৯৫ হাজার ৮১১ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ২ হাজার ৫৫৬ টি ভোট বাতিল করা হয়। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীক প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খাঁন ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম লাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ৯১৫ ভোট পেয়েছেন ।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট এক লাখ ৬ হাজার ০১৭ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ২ হাজার ৭৭৭টি ভোট বাতিল বলে গণ্য হয়। বৈধ ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে ১১ হাজার ৬৬৪ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৬ হাজার ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের ফজলে রাব্বি খাঁন পেয়েছেন ৪৫ হাজার ১১৫ ভোট।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে এক লাখ ৫২ হাজার ৪০৫ ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ২ হাজার ৬০২টি বাতিল করা হয়। বৈধ ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন পায় ৭৭ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম খাঁন বিরু স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ৬৮৫ ভোট ।

নরসিংদী-৫ রায়পুরা আসনে এক লাখ ৮১ হাজার ৯১০ জন ভোটার ভোট প্রদান করলে ২ হাজার ৬২৬ ভোট বাতিল বলে গণ্য করা হয়। বৈধ ভোটের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাজিউদ্দিন আহম্মেদ ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী ঈগল প্রতিকে পান ৬৪ হাজার ০৭৭ ভোট।

এদিকে নির্বাচন চুড়ান্ত ফলাফল ঘোষণার পূর্ব থেকে বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকরা বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল সহকারে এসে ভীড় জমায়। পরে ফলাফল নিয়ে বিজয় মিছিল নিয়ে বাড়ী ফিরে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ