আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীর বথুয়াদীতে সামাজিক সংগঠনের উদ‍্যোগে নির্মিত হয়েছে বাঁশের সাঁকো।

হাফিজুর রহমান জুয়েল

নরসিংদীর গাজিরগাঁও ও কালী ভৈরবপুরের খালের উপর সংযোগ বাঁশের সাঁকোর পূনঃনির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। জেলার সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার (গভঃ রেজিঃ নং- ন 0228) এর উদ্যোগে পূণ:নির্মিত এই সাঁকো কাজ গত সোমবার (২৮ জুন) সম্পন্ন হয়।

জানা যায়, গাজিরগাঁও ও কালী ভৈরবপুরের খালের উপর বাঁশের সাঁকোটি ছিলো আাশপাশে কয়েকটি গ্রামের যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যারফলে আশে পাশেরকয়েকটি গ্রাম ও স্হানীয় চারটি গ্রামের প্রায় পাচ থেকে ছয় হাজার মানুষের মাধবদীসহ নরসিংদী যাতায়তের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখিন হয়।এলাকার মানুষের সমস্যার কথা মাথা রেখে সাঁকোটি সংস্কারে এগিয়ে আসে স্থানীয় বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সামাজিক সংগঠণ। সাঁকো পূণ:নির্মাণের কাজে হাত দেয় সংগঠনটি। সংগঠনটির নিজস্ব ব্যায়ে বাঁশের তৈরি এই সাঁকোটি পূণ:নির্মাণে এলাকার মানুষে চলাচলের পথ সুগম হওয়ায় এলাকাবাসীর সংগঠণটি এবং সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

মানব কল্যানে সংগঠনের এই ধরণে কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ