হৃদয় এস সরকার
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে নরসিংদী জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৭ মে) দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা, শহর আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠন পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আমজাদ হোসেন বাচ্চু, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সুদিপ্ত সাহা, শ্যামল সাহা, আবুল কালাম আজাদ রফিকুল ইসলাম , ফাতেমা সরকার, ইয়াসমিন সুলতানা, বিলকিস বেগমসহ অন্যান্যরা।
পরে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।