আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মো: শাহাদাৎ হোসেন রাজু

নরসিংদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। রবিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোক ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.আব্দুল বাছেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু,প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা যুবদলের সাংগঠিক সম্পাদক মোকাররম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়া শামস্ কেনেডি,শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, ছাত্রনেতা সিদ্দিকুল রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশ চলাকালীন সময়ে পুলিশি বাধার কারণে তা সংক্ষিপ্ত করতে হয়। ফলে খায়রুল কবির খোকন ছাড়া পরর্বীতে অন‍্যকোন নেতৃবৃন্দকে বক্তব‍্য দেওয়ার সুযোগ হযনি।

এসময় খায়রুল কবির খোকন বলেন, আজকের এই দিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতিসত্ত্বা লাভ করে বাংলাদেশ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ