আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে আ’লীগ নেতা সাইদুর ‘র বিচারের দাবীতে মানববন্ধন

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে বাধাগ্রস্থ করতে আওয়ামীলীগ ও তার অঙ্গ  সংগঠনকে অর্থযোগানদাতা ও সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহচর সাইদুর রহমান রাসেল’র গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২১ আগষ্ট ) নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গণে  সতচেন নাগরিক সমাজ’র ব‍্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক সাইদুর রহমান জেলার রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামের বজলুর রহমানের ছেলে। সাইদুর, শেখ হাসিনার শিল্প ও বানিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠভাজনের সূত্র ধরে নরসিংদী জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদকের পদ ভাগিয়ে নেই। এরপর থেকে শুরু করেন বিভিন্ন অপকর্ম। 

সে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলের নাম ভাঙ্গিয়ে 
দীর্ঘ ১৫ বছর যাবৎ চাদাবাজি, ভূমিদখল, ভাংচুর, লুটপাটসহ বিভিন্ন অপকর্মে শরীক ছিলেন । তার  অপকর্ম থেকে সাধারণ মানুষ পযর্ন্ত ছাড় পায়নি।বৈষম্যেরবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয় হওয়া পর থেকে সে গা ঢাকা দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সতচেন নাগরিক সমাজ’র পক্ষে মো. সুজন, মো. দ্বীপ, মো. তৌহিদ ও মো. রায়হান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অতিদ্রুত সাইদুর রহমানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার সকল অপকর্মের বিচার দাবি করেন।
মানববন্ধন শেষে সতচেন নাগরিক সমাজ’র কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ