আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের আমরা কাজ করে যাচ্ছি; শিল্পমন্ত্রী

খাসখবর প্রতিবেদক

শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নের আমরা কাজ করছি। করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামে গ্রামে কমিটি করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি রোধে সবাইকে ঐক্য বন্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানুষের সুখ-দুঃখের সাথী হতে হবে। যে কোনো মূল্যে বেলাবর উন্নয়নে কাজ শেষ করতে হবে। সকলের সহযোগিতা থাকলে বেলাবর উন্নয়ন কাজ থেমে থাকবে না।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ অডিটরিয়ামে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আক্তার হোসেন শাহিন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ গোলাম ইয়াহিয়া, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ. বি. এম রুহুল আজাদ, শিল্প মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, সহকারি কমিশনার (ভূমি) শাহীনুর আক্তার, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান খান এবং বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোহাম্মদ আলী সাফি ।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রেরণা ফাউন্ডেশন এর সহযোগিতায় ৪ শতাধিক গরীব ও দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ