আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খায়রুল কবির আদালতে আত্মসমর্পণে বাঁধা দিতে পদ বঞ্চিতদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের  আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে পদ বঞ্চিত ছাত্রদল নেতারা রাস্তায় অবস্থান অবরোধসহ গাড়ি ভাঙচুর চালায়। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৯টায় থেকে জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা শহরের প্রধান সড়ক ডিসি রোডে অবস্থান নিয়ে গাড়ি ভাংচুর করে।

নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্বে গত ২৫ মে পদ বঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি বর্ষণে দুই ছাত্রদল নেতার মৃত্যু হয়। ছাত্রদল নেতাদের মৃত‍্যূর ঘটনায় করা মামলার প্রধান আসামী বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করার বিষয়টি জানতে পেরে বাধা দিতে পদ বঞ্চিত ছাত্রদলের নেতারা হাতে লাঠি এবং গায়ে কাফনের কাপড় জড়িয়ে শহরের প্রধান সড়ক ডিসি রোড অবরুদ্ধ করে রাখে।  এসময় ছাত্রদল নেতারা খায়রুল কবির খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সড়ক অবরুদ্ধ রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় বিএনপির যুগ্ম মহাসচিবে আদালতে আত্মসমর্পণে জন্য ঢাকা থেকে আগত ৮ জন আইনজীবীকে বহনকারী একটি হায়েস মাইক্রোবাস ভাঙচুর চালায়। মাইক্রোবাসে থাকা আইনজীবীরা গাড়ি থেকে নেমে ছুটে পালাতে গেলে তাদের একজনকে ধরে ফেলে ছাত্রদল নেতারা। এর আগে আইনজীবিদের বহনকারী মাইক্রোবাসের ঠিক সামনে থাকা আরেকটি হায়েস মাইক্রোবাস ভাঙ্চুর করা হয়। আধা ঘন্টা পরে এনকেএম উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নিতে আসা একটি প্রাইভেট কার ভাঙচুর করে পদ বঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা।
ডিসি রোডের ২ প্রান্তে জেলখানা মোড় এবং জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে পুলিশ অবস্থান করেন। বেলা বারোটার দিকে ছাত্রদল নেতারা ডিসি রোড ছেড়ে আদালত প্রাঙ্গনে অবস্থান নিলে সেখানে তাদেরকে দাঁড়াতে দেয়নি পুলিশ। পরে পদ বঞ্চিত ছাত্রদলের গ্রুপের নেতাকর্মীরা টেনিস কোর্টের সামনে অবস্থান নেয়।

শহরের প্রধান সড়ক অবরুদ্ধকালীন সময়ে পথ বঞ্চিত গ্রুপটির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব বহিষ্কৃত ছাত্রদল নেতা মাইন উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, নিহত ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলার বাদী আলতাব মেম্বার, বহিষ্কৃত ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি, মাহিদুল মাহি, ফাতিম আলম নাফি, শেখ সাফিয়ান জাবের, অপু, সাকিব, নাজমুলসহ ছাত্রদলে পদ বঞ্চিত গ্রুপের  অন‍্যান‍‍্য নেতাকর্মীরা।

পদ বঞ্চিত গ্রুপের নেতা মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘যতদিন পর্যন্ত ছাত্রদল নেতা সাদেক ভাই ও আশরাফুল হত্যার বিচার না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। ইতিমধ্যে আমরা খোকন সাহেবকে জেলায় অবাঞ্চিত ঘোষণা করেছি।  পাশাপাশি জেলা ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার জন‍্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ