খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ শীর্ষক জেলা পর্যায়ে এডভোকেসি সভা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার(২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম প্রোগ্রাম’র উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইগ্রেশন ফোরাম ও রয়েল ডেনিস এম্বাসী দীর্ঘদিন ধরে এদেশে বিদেশ ফেরত অভিবাসীদের আর্থ-সামাজিক, শারারীক, মানসিক স্বাস্থ্য সেবা, কর্মসংস্থানের ব্যবস্থা ও আর্থিক অনুদান প্রদান করে আসছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন ফোরাম প্রোগ্রাম, নরসিংদী’র কো-অর্ডিনেটর আতিকুর রহমান নাহিদ।
এডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্যালয়’র সহকারী পরিচালক এনামুল হক, নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত, জেলা প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ফয়জুর রহমান, ব্র্যাক প্রধান কার্যালয়ের প্রতিনিধি হোসেন খান, জেলা আরএফসির ম্যানেজার সাহিদা আক্তার, সেক্টর স্পেশালিস্ট কাউন্সিলর নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
সভায় উপকারভোগীরা তাদের প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা ও মাইগ্রেশন ফোরামের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। এ সংশ্লিষ্ট জেলার অন্যান্য দপ্তরগুলোর প্রধান ও প্রতিনিধিগণ তাদের কার্যক্রম বিষয়ে অবহিত করেন।
পরে প্রবাস ফেরত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে মাইগ্রেশন ফোরাম প্রোগ্রাম’র অনুদানের চেক বিতরণ করা হয়।