মানাবেন্ড রায়
নরসিংদীঃ অনুর্ধ্ব-১২ জাতীয় টেনিস দলের জন্য নির্বাচিত হয়ে নেপাল যাচ্ছেন নরসিংদীর মেয়ে সারা-আল হোসেন।
গত ২৩ মে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক পরিমল সিংহ রায় স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সারা-আল হোসেন নরসিংদীর ভেলানগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ও মমতাজ মুক্তা’র একমাত্র মেয়ে । সে নরসিংদীর আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।
চিঠিতে জানানো হয় যে, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ও এশিয়ান ফেডারেশনের অনুমোদিত দক্ষিণ এশিয়া আঞ্চলিক বাছাই পর্বের ‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২’ এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে ২০-২২ মে ২০২২ পর্যন্ত রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স বাছাই পর্বের খেলায় নরসিংদীর সারা-আল হোসেন, উত্তরা ক্লাব লিমিটেড এর হুমায়রা হায়দার,শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স এর মোঃ রাজিব, বিকেএসপির মুশফিকুর রহমান আপন ও কাব্য গায়েন সহ ২ জন বালিকা ও ৩ জন বালক চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
বিটিএফ এর চীফ কোচ মোঃ মোজাহিদুল হক(মন্টি) ও মোঃ দেলোয়ার হোসেন বালক ও বালিকা দলের ক্যাপ্টেন হিসেবে নেপাল ভ্রমন করবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।