আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়পুরায় মাদকসহ তালিকাভুক্ত সন্ত্রাসী হারুন গ্রেফতার

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে হারুন মিয়া (৪৮) নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুর রেলগেইট মাছ বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় রায়পুরা থানা-পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রায়পুরা থানা পুলিশের অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী হারুণকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হারুন মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর এলাকার মৃত ফজর আলীর ছেলে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ,একটি কালো রঙের পালসার মোটরসাইকেল একটি Redmi এবং একটি VIVO Y19S মডেলের মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত হারুন মিয়ার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি পুলিশ অ্যাসল্ট মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে।

এ ঘটনায় রায়পুরা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নজরদারি অব্যাহত আছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ