আজ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরদীতে জি আরই তারে মা পুত্রের মৃত্যু

মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে
বিদ্যুতায়িত জিআরই তারে কাপড় শুকাতে গিয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের গাঙ্গুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাঙ্গুলপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তাঁর ছেলে ফারুক হোসেন (৩৬)। নিহত ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে আসেন ফারুক। পরে গোসল করে উঠানে সাটানো জিআই তারে লুঙ্গি শুকাতে দিচ্ছিলেন। এসময় ফারুক বিদ্যুতায়িত হলে পাশেই কাজ করছিলেন মা ওয়াহিদা খাতুন। এসময় ছেলেকে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে বিদ্যুতায়িত হয়ে দুজনেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানান, কাপড় শুকানোর জন্য উঠানের ওপর দিয়ে এক ঘরের চাল থেকে অপর ঘরের চাল পর্যন্ত জিআই তার টানানো ছিল। ঘরে বিদ্যুতের তার ছিদ্র হয়ে আগেই পুরো ঘরসহ জিআই তারে বিদ্যুৎ সংযোগ লেগে যায়। পরে ভিজা কাপড় লাগামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক।

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ