খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীগুলোর মধ্যে ছিলো- ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অন্যান্য ব্যক্তিবর্গ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল ।
সকাল ১০ টায় জেলা প্রশাসক মো: রাশেদ হাসান চৌধুরীর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় ।
এসময় নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ এতে অংশ নেন।নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা শেষে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ ও বর্ণাঢ্য চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের প্রদর্শনীর মাধ্যমে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.