খাসখবর প্রতিবেদক:
নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে আদিব হাসান নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু আদিব হাসান সরকারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে শিশু আদিব বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। এদিকে শিশু আবিদ বেশ সময় ধরে বাড়িতে অনুপস্থিত থাকা বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে এদিক-সেদিক খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখে পরিবারকে জানায়। এসময় শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে শিশু আবিদের মৃত্যূর বিষয়টি আমাকে অবগত করিয়েছে।