আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ’লীগ নেতা আশরাফ হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

শেখ জাহাঙ্গীর আলম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক হত্যা ও কটুক্তি করার প্রতিবাদে নরসিংদীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার এর নেতৃত্বে শহরের ঐতিহাসিক সুতাপট্টির মোড় হতে কয়েক হাজার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সুতাপট্টি মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় আশরাফ সরকার তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত কর্তৃক মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা, মাদার তেরেসা খ‍েতাব প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও কটুক্তি করায় হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে। আমি বিএনপি-জামাতকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। এদেশের মানুষ শান্তি প্রিয়। তাই দেশে অস্হিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেননা।

বিএনপি-জামাতের জ্ঞানপাপীরা কি তাদের চোখ দিয়ে এ দেশের উন্নয়ন দেখতে পারছেনা? বর্তমান প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, উন্নয়নের রুপকার মমতাময়ী “মা” তলাঝুড়ি দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করেছেন। শুধু তাই নয় বিশ্বের তৃতীয় বৃহৎ সেতু পদ্মা নির্মাণ, বঙ্গবন্ধু টার্ণেল, মেট্রোরেল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডাবল রেললাইন নির্মাণসহ নতুন নতুন স্থাপনা নির্মাণ দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াঁতে শিখিয়েছে। তাই বিএনপি-জামাত আজকে এদেশের উন্নয়নের এই ধারাকে বাঁধাগ্রস্ত ও প্রতিবন্ধকতার সৃষ্টি করার পায়তারা করার চেষ্টা করছে। এদেশের মানুষ আপনাদের সেই চেষ্টা বাস্তবায়ন হতে দিবেনা।

আমরা বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে রাজনীতি করি। বিএনপি-জামাতের শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ আওয়ামী লীগের নেতা কর্মীরা মেনে নেবে না। বিএনপি-জামাতকে দাঁত ভাঙা জবাব দিতে আমরা রাজপথে আছি থাকবো। আওয়ামী লীগ কোন অপশক্তির কাছে মাথা নত করেনা। আমরা সেই বীরের সন্তান যার ডাকে এই সোনার বাংলা স্হাপিত হয়েছিলো। তাই বিএনপি-জামাতকে হুশিয়ার করে দিতে চাই ৭১’র হাতিয়ার কিন্তু আরেকবার গর্জে ওঠবে। ৭৫’র খুনীরা পার পাবে না।

প্রতিবাদ সভায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, নরসিংদী জেলা তাঁতী লীগের সদস্য সচিব হিরু সরকার, সদর থানা তাঁতী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিপন, জেলা শেখ রাসেল সৃত্মি সংঘের সাবেক সভাপতি মাসুদ করিম রাজা সরকার প্রমুখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ