জুবায়ের আহমেদ
নরসিংদীতে পুস্তক ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) জেলা শহরের রাধুনী রেষ্টুরেন্টের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরু বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রিয় কমিটিসহ নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির নরসিংদী জেলা শাখার সভাপতি কবির আহমেদ।
বার্ষিক সাধারণ সভায় সমিতির সকল সদস্যের উপস্থিতিতে বিগত বছরের আয় বেরিয়ে আয় ব্যয় তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরকার। এইসময় আগামী বছরের কার্যবিবরণী ও তুলে ধরেন তিনি।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুস্তক ব্যবসায়ী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন ছোটন।
নরসিংদী পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন কেন্দ্রিয় কমিটির পরিচালক ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহবাহক ওয়াহেদুজ্জামান সরকার জামাল, কেন্দ্রীয় কমিটির পরিচালক ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটির আহবায়ক কাজী জহিরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কমিটির পরিচালক ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব কাজী শাহ আলম।
নরসিংদী পুস্তক ব্যবসায়ী সমিতির সমিতির কোষাধ্যক্ষ মো. রায়হানুর রহমানের সঞ্চলনায় য়সাধারণ সভায় প্রথান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীতিমালা বাস্তবায়ন কমিটির নরসিংদী জেলা শাখার আহবায়ক কে এম গোলাম সারোয়ার ইকবাল ও বিশেষ আলোচক হিসেবে সদস্য সচিব শফিকুল ইসলাম ঝিনুক।
সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুস্তক ব্যবসায়ীদের উন্নতিকল্পে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই সাথে করোনার জন্য বিগত দুই বছরের ক্ষতি পূষিয়ে নেওয়ার জন্য সকলে নির্দিষ্ট পরিমাণ লাভে ব্যবসা করে যাওয়ার আহবান জানান।